শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৭:২৭

মতলবে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মতলব দক্ষিণ উপজেলা সদরে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সাড়ে ৩শ' শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে

বক্তব্য রাখেন কেন্দ্র সচিব ও মতলবগঞ্জ জে.বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাবেদ হোসেন, কেন্দ্র পরিচালক আল আমিন রাজ, সহকারী কেন্দ্র পরিচালক হাফেজ মো. মানিক, মো. আনাস, পরিদর্শক মাওলানা আব্দুল মালেক, আনোয়ার হোসেন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধান করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল।

একাধিক শিক্ষার্থী বলেন, “এমন পরীক্ষা আমাদের পড়াশোনায় আগ্রহ বাড়ায়। প্রতিযোগিতা হয়, সবাই চেষ্টা করে ভালো করতে। আমি চাই প্রতিবছর এমন আয়োজন হোক।”

একাধিক অভিভাবক বলেন, “গ্রামের বাচ্চারাও যদি এমন সুযোগ পায়, তারা নিজেদের মেধা দিয়ে বড়ো হয়ে দেশকে এগিয়ে নিতে পারবে। এমন আয়োজন আমাদের সন্তানদের আত্মবিশ্বাসী করে তুলবে।”

অন্যরা বলেন, শিক্ষার্থীরা কেবল পাঠ্যবই নয়, চারপাশের জগত সম্পর্কেও জানুক। এ মেধা পরীক্ষার মাধ্যমে তাদের জ্ঞানচর্চার আগ্রহ বাড়বে, পাঠাভ্যাস গড়ে উঠবে, কিশোর অপরাধও কমবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

উল্লেখ্য, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের একটি মঞ্চ হিসেবে কাজ করে, যেখানে প্রতিযোগিতার চেয়ে তাদের মানসিক বিকাশকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিশোর কণ্ঠের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে, বইয়ের বাইরে সাধারণ জ্ঞান অর্জনে উৎসাহিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়