শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২১:০২

মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময়

দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল

------ড. জালাল উদ্দিন

মাহবুব আলম লাভলু।।
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিনে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব সংঘটিত হয়েছিল। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও দলীয় নেতা-কর্মীদের প্রেরণার উৎস।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার লুধুয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসুন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করি, তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যাহত দুঃশাসন, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি আমাদের ভোটাধিকার। তাই আগামী নির্বাচনে মতলব উত্তর ও মতলব দক্ষিণের সকল স্তরের বিএনপির নেতা-কর্মীরা এক হয়ে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারই আজকের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গীকার।

ড. জালাল উদ্দিন বলেন, আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম সবাই তারেক রহমানকে কথা দিয়েছি যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই কাজ করবো। কিন্তু একজন প্রার্থী মনোনয়ন না পেয়ে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। এটা খুবই দুঃখজনক। আমি আশা করবো, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আর অমান্য করবেন না। দলের ও দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে কাজ করুন।

সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়