সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৬

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

অনলাইন ডেস্ক
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

প্রত্যয়নপত্র (Tribute to : প্রশাসনের সৎ-আচারনিষ্ঠ কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া প্রিয়ভাজনেষু...)

পাহাড় তবু পাহাড় হয়েই থাকে

নিকাশে, চারিত্র্য সনদে;

চাপে-তাপে সহজে টলে-ধসে না

অনড় অনন্য উদ্ধত পাহাড়

পাহাড়ের মতো পাথরও তা-ই

প্রবল আঘাতেও অবিচল পাথর-পাষাণ

অনেকে শোকেও পাথর হয়

চোখের জল মুছে

হয় পাথুরে, কাঁকুরে

তাঁদের মতো আমার সেই

জহুরি সুমুদ নেই

পাহাড় ও পাথরের পৃথিবীতে

আমি কাচের হৃদয়; দিলদরাজ

বিনা মেঘেই আমার চোখে

বৃষ্টি ঝরে; লো-স্কোরিং মেঘেও

চোখে আসে বৃষ্টির বন্যা

পাহাড় ও পাথর-চরিত্রের বিপরীতে

আমি এক সূত্রছাড়া মানুষ

সূত্রহারা ফানুস।

(১৭ অক্টোবর ২০২৫ খ্রি.)

মুহাম্মদ জাকির হোসেন : সিনিয়র সাংবাদিক। মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (পিআরএল)। ৩১৯, দক্ষিণ কলাদী, মতলব দক্ষিণ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়