প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০০:১০
শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় অনুপ্রেরণার নাম ‘ক্যারিয়ার এইড’
চাঁদপুর সরকারি কলেজে ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’-এর নবম পর্বে জেলা প্রশাসকের বিশেষ উপস্থিতি

চাঁদপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার ‘ক্যারিয়ার কম্পাস ২০২৫’-এর নবম পর্ব। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আয়োজিত এ সেমিনারে অংশ নেয় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী।
|আরো খবর
শিক্ষার্থীবান্ধব, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘ক্যারিয়ার এইড চাঁদপুর’ আয়োজন করে এ সেমিনারের। অনুষ্ঠানটি পরিচালনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ফাউন্ডার মেহেদী হাসান অপু। সঞ্চালনায় ছিলেন ইমাম হাসান ও আঁখি আক্তার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় শিক্ষা ও অনুপ্রেরণায় ভরপুর এ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তার বক্তব্যে জেলা প্রশাসক বলেন—
“শিক্ষার্থীদের কল্যাণে ক্যারিয়ার এইড সংগঠনের এই নিঃস্বার্থ প্রচেষ্টা প্রশংসনীয়। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে শুধু চাকরি নয়, বরং আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন শরীফ।
দক্ষতা, প্রযুক্তি ও উচ্চশিক্ষা নিয়ে তিন পর্বের সেশন
সেমিনারের প্রথম সেশনে একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব।
দ্বিতীয় সেশনে মেহেদী হাসান অপু তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরেন।
অপরদিকে, তৃতীয় সেশনে ইউনিএইড কর্ণধার মোহাম্মদ হাফিজ আল আসাদ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
এছাড়া, নর্থ ভিউ লার্নিং সেন্টারের পরিচালক আফসার উদ্দিন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কার্যকর কৌশল তুলে ধরেন। আরও অংশ নেয় আওয়াজী জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টার, যারা শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষার সহায়তার আশ্বাস দেয়।
লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
সেমিনার চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লিডারশিপ চ্যালেঞ্জ ও কুইজ প্রতিযোগিতা। উভয় প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দারুণ উৎসাহে অংশ নেন।
প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন এবং উপস্থিত অতিথিবৃন্দ। পরে ক্যারিয়ার এইড এর পক্ষ থেকে জেলা প্রশাসক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি ও সদস্যরা।
ক্যারিয়ার এইড: শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণার প্ল্যাটফর্ম
আয়োজকরা জানান, ‘ক্যারিয়ার কম্পাস সিরিজ’-এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও পেশাগত জীবনের সঠিক দিকনির্দেশনা দেওয়া।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই আয়োজন তাদের ক্যারিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
“ক্যারিয়ার এইড আমাদের দেখিয়েছে—সঠিক পরিকল্পনা আর দক্ষতা থাকলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা।” — অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর অনুভূতি।
উল্লেখ্য, চাঁদপুরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করছে ক্যারিয়ার এইড চাঁদপুর।
তাদের এই উদ্যোগ তরুণ প্রজন্মের আত্মোন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মনোভাব গড়ে তুলছে।
ডিসিকে/ এমজেডএইচ








