শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩২

চাঁদপুরে পদ্মা-মেঘনার বুকে বুকে

অনলাইন ডেস্ক
চাঁদপুরে পদ্মা-মেঘনার বুকে বুকে

মো. আবু ইউসুফ চাঁদপুরে পদ্মা-মেঘনার বুকে বুকে

শান্ত নদী বইছে নিরবধি

কল কল ছল ছল কুলুকুলু রবে।

নদীপাড়ের মানুষগুলো মেতে আছে

জীবনের উৎসবে।

উজান স্রোতে চলছে নৌকা

উড়ছে গাঙচিল ঐ আকাশে।

নৌকার পাল দুলছে দেখো

আলোয় ভাসা ঝিরঝিরে বাতাসে।

বাচ্চারা সব খেলছে দেখো

পদ্মা-মেঘনার দুই তীরে।

স্বপ্ন তাদের আকাশ সমান

তাদের জীবনটাকে ঘিরে।

জেলের দল ফেলছে জাল

পদ্মা-মেঘনার জলে।

ঝাঁকবাঁধা ইলিশ যত, দেখো

আসছে জালে চলে।

নদীর তীরে, নদীর চরে

আছে বসতঘর।

মিলে মিশে থাকে সবাই

যত আপন-পর।

নদী পাড়ের মানুষগুলো

ব্যস্ত সদা রয়।

ঝড বাতাসে, বন্যার জলে

বুকে জাগে ভয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়