শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৫

পরকীয়া প্রেমে বাধা দেয়ায় নির্যাতনের শিকার স্ত্রী, স্বামী আটক

স্টাফ রিপোর্টার
পরকীয়া প্রেমে বাধা দেয়ায় নির্যাতনের শিকার স্ত্রী, স্বামী আটক

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের মাস্টার বাড়িতে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন নাজমা বেগম (৪২) নামের দু সন্তানের জননী। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাতে ব্যাপক মারধর ও রক্তাক্ত জখম করে পাষণ্ড স্বামী। আহত নাজমা বেগমকে স্বজনরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকে সন্তানের ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা নিয়ে হতাশায় রয়েছেন স্বামীর মারধরে গুরুতর আহত ওই গৃহবধূ। এই ঘটনা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করলে শুক্রবার রাতে পুলিশ স্বামী হাসান সিকদার (৫২) (পিতা মৃত আজিজ সিকদার)কে শহরের লেকের পাড় হতে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

নাজমা বেগম পৌর ৮নং ওয়ার্ডের বাসিন্দা। হাসান আলী হাইস্কুল মাঠ এলাকার কাপড়ের দোকানী হকার হাসান সিকদার ও তাফাজ্জল বেপারির মেয়ে। হাসানের স্ত্রী নাজমা বেগমের দুটি উপযুক্ত কন্যা সন্তান আছে। বড়ো মেয়ের বিয়ে হলেও বাবার পরকীয়া জানতে পেরে মেয়ের সংসারেও অশান্তি বিরাজ করছে।

ভুক্তভোগী নারী নাজমা বেগম জানান, আটাশ বছরের দাম্পত্য জীবনের প্রথম দশ বছর সংসার জীবন ভালোই ছিলো। ঢাকা নিউ মার্কেট এলাকায় স্বামীর দোকানও ছিলো। ঢাকাতে ব্যবসা করার সময়েও এক মেয়ের সাথে পরকীয়া প্রেমে জড়ায় তার স্বামী। সেখানে বহু টাকা পয়সা নষ্ট করে ওই নারীর পেছনে। সেই সম্পর্ক টিকেনি। পরে চাঁদপুর চলে এসে এখানেই ব্যবসা করছে। এখানেও স্বামীর বিভিন্ন মহিলাদের সাথে পরকীয়ার বিষয়টি টের পেয়ে নাজমা বেগম প্রতিবাদ করলে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন স্বামীর হাতে। বিভিন্ন সময়ে বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্যেও চাপ দেয়া হতো। সে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রী ও সন্তানের ঠিকমত খেয়াল না করে উল্টো স্ত্রীকে বেধড়ক মারধর করতো হাসান।

স্বামীর নির্যাতনের শিকার ওই নারী প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান।

স্থানীয়রা জানান, হাসান নারী আসক্ত। স্ত্রী এসবে বারণ করলে ক্ষিপ্ত হয়ে মারধর করছে। আজ নাজমার ওপর যে অমানবিক নির্যাতন করেছে তা খুবই দুঃখজনক।

ডিসিকে / এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়