প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৫
এক বিঘা জমি
উর্মি জাহান অনামিকা

এক বিঘা জমি উর্মি জাহান অনামিকা
এক বিঘা মাটি--স্বপ্নের ঘর,
বাবার ঘামে বোনা কবর।
ধানের গন্ধে ভরে বাতাস,
মায়ের মুখে নরম হাসি।রোদে জ্বলে দিনটা ফুরায়,
বৃষ্টির জলে প্রাণটা জুড়ায়।
ধানের শীষে রোদ পড়ে ঝিলিক,
চাষির চোখে জাগে সুখের দ্যুতি।মাঠের ধারে পাখির গান,
চুপচাপ দেখে নদীর মান।
তৃষ্ণা মেটে না জীবনের রোদে,
আশা বাঁচে সবুজ ছোঁয়াতে।ঘামের গন্ধে ঘুরে বছর,
শস্য ফোটে নতুন ভোরে।
ফসল কাটে, হাসে মুখ,
মাটির টানে থাকে সুখ।এই তো ধন, এই জীবনী, আমার প্রাণ--এক বিঘা জমি।







