সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ

বিশেষ সংবাদদাতা ॥
মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসবে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ

পহেলা বৈশাখ বাঙালির শাশ্বত উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বাঙালির চেতনায় জেগে উঠে আবহমান ঐতিহ্য আর শেকড়ের ঘ্রাণ। পহেলা বৈশাখকে উৎস ধরে চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী বাঙালি সাংস্কৃতিক উৎসব বৈশাখী মেলা। গত ১২ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কর্তৃক উদ্বোধিত হওয়া এ উৎসবে এক এক দিন এক এক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা থাকে। সেই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল সান্ধ্যকালীন অধিবেশনে ছিলো স্বনামধন্য সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার অনুষ্ঠান। নান্দনিক বাঙালি সাজে মঞ্চজুড়ে মঞ্চকুসুম হয়ে ফোটা শিল্পীদের পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশনায় উপস্থিত সাধারণ দর্শক ও বোদ্ধাদের মন ভরে যায়। অনেকেই অনুষ্ঠানস্থলে তাদের সেই রুচির তৃপ্তির অনুভূতি ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় পরিবেশিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা ও সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া এবং উদ্বোধকের বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। উপস্থিত ছিলেন উপদেষ্টা মীরা রায় চৌধুরী, সহ-সভাপতি রুমা মুজিব, কার্যকরী সদস্য দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশসহ অন্যরা। দর্শক সারিতে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিজয় মেলার মহাসচিব হারুন আল রশীদ এবং আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তনের অধ্যক্ষ রফিক আহমদ মিন্টু।

বৃন্দ ও একক আবৃত্তি, একক ও সমবেত সঙ্গীতের সমন্বয়ে অনুষ্ঠানটি দর্শকদের মনে বাঙালিয়ানার অনিন্দ্য সৌন্দর্য ফুটিয়ে তোলে।

উল্লেখ্য, তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিং সত্ত্বেও মেলার মাঠে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়