বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯

খালেদা জিয়ার স্মরণে আবেগের গান ‘মাগো ঘুমিয়ে গেছো’ গাইলেন আল আমিন খান

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
খালেদা জিয়ার স্মরণে আবেগের গান ‘মাগো ঘুমিয়ে গেছো’ গাইলেন আল আমিন খান

সাম্প্রতিক সময়ের আলোচিত শ্রদ্ধাঞ্জলির গান ‘মাগো ঘুমিয়ে গেছো চিরতরে’ প্রকাশ পেয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। আবেগ, স্মৃতি আর শোকের অনুভূতিতে গড়া এই গানটি ইতোমধ্যে শ্রোতাদের দৃষ্টি কেড়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে ঘিরে গানটির কথা লিখেছেন তকবির হোসাইন। তার লেখায় আছে এক ধরনের নীরব কান্না, যেখানে হারানোর বেদনা সরাসরি না বলেও গভীরভাবে অনুভব করানো হয়েছে।

তিনি বলেন, এই গান লেখার সময় তিনি কোনো রাজনৈতিক পরিচয়ের চেয়ে একজন মানুষের চলে যাওয়ার শূন্যতাকে গুরুত্ব দিয়েছেন। মায়ের ডাকের ভেতর দিয়ে তিনি তুলে ধরতে চেয়েছেন জাতির এক গভীর বেদনার অনুভূতি।

গানটির কথা হলো--

মাগো

ঘুমিয়ে গেছো চিরতরে,

আর কোনোদিন আসবে না,

মাগো তুমি ছাড়া এতিম মোরা

কখনো হাসবো না,,

কোটি বাঙালির চোখে পানি

বুকে নোনা জল।।

৩০ তারিখ হারিয়েছি মা

দেশেরই সম্বল।।

কে বলবে আর তোমার মতো

গণতন্ত্রের কথা,

চেয়ে দেখো মা গণতন্ত্রের

কতো নীরবতা,

তোমার চলে যাওয়া মাগো

মানতে পারি না,

তুমি ছিলে গরীব দুঃখীর

আসল ঠিকানা,

তোমারই জন্য সবারই চোখে

অশ্রু টলোমল।।

শহীদ জিয়ার স্মৃতিগুলো

অমর হয়ে থাকুক,

তোমার স্বপ্নের দেশটা মাগো

সুখের স্বর্গে ভাসুক।।

আমরা তোমার লক্ষ ছেলে

করবো স্বপ্ন পূরণ,

তোমার স্মৃতি আদর্শকে

করে বুকে ধারণ,

আমরা মাগো জিয়ার সৈনিক

জাতীয়তাবাদী দল।।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আল আমিন খান। একই সঙ্গে তিনিই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন।

আল আমিন খান জানান, নিজের দায়িত্ববোধ থেকে তৈরি করা এটি একটি শ্রদ্ধার কাজ। সুরে তিনি ইচ্ছাকৃতভাবে সরলতা রেখেছেন, যেন কথাগুলো শ্রোতার মনে সরাসরি পৌঁছায়। তার কণ্ঠে শোকের ভার আর শ্রদ্ধার অনুভব মিলেমিশে গেছে।

গত ২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় গানটি প্রকাশ করেছেন আল আমিন খান অফিসিয়াল লেবেল ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক শ্রোতা মন্তব্যে জানিয়েছেন, গানটি শোনার সময় তারা গভীর আবেগে ডুবে গিয়েছেন।

সংস্কৃতি অঙ্গনের অনেকে মনে করছেন ‘মাগো ঘুমিয়ে গেছো চিরতরে’-- এটি সাম্প্রতিক সময়ের একটি অনুভূতির দলিল। শোককে নীরবভাবে প্রকাশ করার এই প্রয়াস সমসাময়িক শ্রদ্ধাঞ্জলি গানের ভাণ্ডারে আলাদা জায়গা করে নেবে বলেই প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়