প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৫০
রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহায়ক ইছহাক মিজির বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অফিস সহায়ক মোঃ ইছহাক মিজির চাকুরী জীবনের অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা দিলেন মাদ্রাসার শিক্ষক ও গভানিং বডির সদস্যগনের যৌথ আয়োজনে
|আরো খবর
গত ২২ জানুয়ারী মাদ্রাসার হল রুমে বনাঢ্য আয়োজনের ২ পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বের আলোচনা সভা কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে, মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মোঃ এমরান হোসেনের উপস্থাপনায় ও মাদ্রাসার গভানিং বডির দাতা সদস্য মোঃ নুর আলম খানের সার্বিক পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আরবী প্রভাষক মাওলানা গাজী মোঃ নোমান হোছাইন।
২য় পর্বের অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ ইছহাক মিজিকে বিদায় সংবর্ধনার ফুলের মালা, ফুলের তোড়া, ক্রেষ্ট, নগদ অর্থ ও বিভিন্ন রকমের উপহার সামগ্রী সহ গাড়ীতে করে পূর্ব রাজারগাঁও তার বাড়ীতে পৌঁছেইয়া দিয়ে আসেন। অনুষ্টানে মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর আহমেদ।
উল্লেখ ঃ মোঃ ইছহাক মিজি ছাত্রজীবন থেকেই মাদ্রাসার অফিস সহায়ক হিসেবে সুনামের সহিত দীর্ঘদিন চাকুরী করে অবসরে গেছেন।







