রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১০:১২

চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধের ক্ষত দিন দিন বড় হচ্ছে

শরীফুল ইসলাম
চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধের ক্ষত দিন দিন বড় হচ্ছে

হাইমচর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের একটা সময় প্রাণের দাবি ছিলো চাঁদপুর পুরাণবাজার সড়ক (ডেলের বাজার) থেকে চরভৈরবী লঞ্চঘাট পর্যন্ত বেড়ীবাঁধ। দীর্ঘ চেষ্টার পর বেড়িবাঁধের কাজ শেষ হলে গত ১ এপ্রিল ২০১৮ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সড়কের শুভ উদ্বোধন করেন।

বর্তমানে সড়কটির প্রায় অনেক জায়গায় মাঝে মধ্যে দেবে গিয়েছে এবং রাস্তার পাড় ভেঙ্গে গেছে। তাছাড়া এই ছোট ছোট গর্তগুলো দিন দিন বড় হচ্ছে। এই এলাকার মানুষগুলো দীর্ঘদিন মেঘনা নদীর ভাঙ্গান,গর্জনের সাথে পরিচিত। তাই এলাকার জনগণ মনে করছে অল্পতে সড়কটি এই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো সংস্কার করা না হয় তবে বন্যার সময়কালে বেড়িবাঁধটি ঝুঁকির সম্ভবনায় থাকবে।

এলাকার সচেতন মহলের দাবি যতদ্রুত সম্ভব বাঁধের এ সড়কটি পুনঃমেরামত করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়