বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ২০:০৭

কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি ওরিয়েন্টেশন কর্মশালা

কৃষকের সকল সুবিধা দিতেই আমরা কিছু সম্প্রসারণ কাজ করছি

.............কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান
কৃষকের সকল সুবিধা দিতেই আমরা কিছু সম্প্রসারণ কাজ করছি

মো. আবদুর রহমান গাজী।। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন,

আমাদের অর্জন আমাদেরই ধরে রাখতে হবে। এ প্রকল্পটি ২৮ সালে শেষ হবে। আমরা পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদন করতে সক্ষম হবো। বর্তমানে সৈয়দপুরের পেঁয়াজ বাজারে আসছে। দাম ৩০থেকে ৪০টাকায় পৌঁছেছে। আমরা অচিরেই পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের আর বিদেশ থেকে রপ্তানি করতে হবে না। তিনি আরো বলেন, প্রত্যেক সারের দোকানে কৃষি অফিসারের নাম্বার থাকতে হবে। যেখানে অনিয়ম হবে সাথে সাথে কৃষি অফিসকে অবহিত করতে হবে। চাঁদপুরে জলাবদ্ধতায় কৃষকের কৃষিতে বিঘ্ন ঘটার বিষয়টি এই কর্মশালায় এসে উপলব্ধি করতে পেরেছি। কৃষকের সকল সুবিধা দিতেই আমরা কিছু সম্প্রসারণ কাজ করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন উপপরিচালক কৃষিবিদ ড. মো. শাখাওয়াত হোসেন শরীফ ও চাঁদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবু তাহের।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ রাশেদ হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মতলব উত্তরের কৃষি অফিসার মো. ফয়সাল মোহাম্মদ আলী। কর্মশালায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষি অফিসার, সার ও বীজ ডিলার ও বিভিন্ন পর্যায়ের কৃষক উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন।। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং-এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। পাশে কর্মশালায় উপস্থিতির একাংশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়