শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ২২:৩৩

অভিনেত্রী শবনম আটকে আছেন পাকিস্তানে

অনলাইন ডেস্ক
অভিনেত্রী শবনম আটকে আছেন পাকিস্তানে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম পাকিস্তানে আটকে আছেন। তিনি কয়েক মাস আগে পাকিস্তান গিয়েছিলেন। ২৬ জুলাই তার দেশে ফেরার টিকিট কাটা ছিলো কিন্তু করোনার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছেন না এক সময়ের গুণী ও জনপ্রিয় এই অভিনেত্রী।

তিনি গণমাধ্যমকে জানান, কয়েক মাস আগে পাকিস্তান সফরে যান। প্রথমে ফয়সালাবাদে সাজিয়া নামে এক ভক্তের বাড়িতে উঠেন তিনি। যার সঙ্গে তার ৩০ বছরের বেশি সময় ধরে যোগাযোগ ছিলো। তবে কখনো দেখা হয়নি তাদের। পাকিস্তানে গেলে এই প্রথম সেই ভক্তের সঙ্গে দেখা হয়। এরপর তার বাড়িতেই উঠেন মেহমান হিসেবে।

উল্লেখ্য, বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্ম পাকিস্তানে। উর্দু সিনেমারও নন্দিত অভিনেত্রী তিনি। পাকিস্তানের অনেক রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন। দীর্ঘ সময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরে তার অনেক বন্ধু-সহকর্মীও আছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়