শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১১

স্বপ্নের ফরিদগঞ্জের এক বছরে শিক্ষার মহোৎসব

৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা

শামীম হাসান।।
৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা

প্রতিষ্ঠার এক বছরপূর্তিতেই শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে ব্যতিক্রমী এক আয়োজনের সাক্ষী হলো ফরিদগঞ্জ। একটি সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে স্বপ্নের ফরিদগঞ্জ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজন করে মেধাবৃত্তি পরীক্ষা২০২৫, যা পরিণত হয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায়।

AWAY SCHOLARS–এর সৌজন্যে আয়োজিত এ পরীক্ষার স্লোগান ছিলো—

“মানুষের পাশে, বাস্তবতার সাথে”।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের তিনটি ভবনে একযোগে অনুষ্ঠিত হয় এই মেধাবৃত্তি পরীক্ষা। সকাল থেকেই কলেজ ক্যাম্পাস ও আশপাশ এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় চোখে পড়ে, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর।

এবারের পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উপজেলার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনায় নিয়োজিত ছিলেন ৪৭ জন কক্ষ পরিদর্শক।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্র সচিব মোবারক করিম, মো. মাহাবুবুর রহমান ও জাহাঙ্গীর আলম। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন জসিম উদ্দিন ও নাসির উদ্দিন মিঠু।

স্বপ্নের ফরিদগঞ্জের সাধারণ সম্পাদক ও মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক মেহেদী আশ্রাফ লিমন বলেন,

“উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও মানবিক নানা কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকবো। মেধাবৃত্তি পরীক্ষায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছেন। সকলের সার্বিক সহযোগিতা ছিলো বলেই আমরা সুন্দরভাবে পরীক্ষাটি নিতে সক্ষম হয়েছি৷"

আয়োজকদের মতে, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি আলোকিত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়