সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ

হাজীগঞ্জ ব্যুরো।।
বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে নবীন বরণ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ নবীন বরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুযযাম্মেল হুসাইন। ছবি : চাঁদপুর কণ্ঠ ।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা ও বিএমটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের

নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কলেজ স্কাউট দল ব্যান্ড বাজিয়ে নবীনদেরকে বরণ করে নেয়। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুযযাম্মেল হুসাইন।

বিজ্ঞান শাখার সৌজন্যে সকালে, মানবিক, ব্যবসা শিক্ষা ও বিএমটির সৌজন্যে দুপুরে আলাদাভাবে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

শুভেচ্ছা বক্তব্যে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুযযাম্মেল হুসাইন বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড়ো হয় জীবনে। তোমাদের জন্যে অনেক অনেক শুভ কামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার, দেশ ও সমাজের কাজে লাগো— এটুকুই কামনা।

এরপরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্ল্যা।

বাংলা বিভাগের প্রভাষক মো. মাসুদুর রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. কামরুল হাছানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নাজমা আক্তার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান সরকার, সাবেক শিক্ষক ও অভিভাবাক আ ন ম মফিজুর রহমান, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক প্রতিনিধি মো. মাকসুদুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. বেলাল হোসেন, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. এয়াছিন মিয়া, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সামসুননাহার শিরিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সেলিম মিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক তানজিনা আফরিন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক বিকাশ চক্রবর্তী, সাবেক সহকারী অধ্যাপক ও বর্তমান অভিভাবক আ ন ম মফিজুর রহমানসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী।

এদিকে নবীন বরণ উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতের নেতৃত্বে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠান শেষে নবীনদের মাঝে গোলাপ ফুল আর রজনীগন্ধার স্টিক ও মিষ্টি বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়