বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৫

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ
ক্যাপশন: হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ ও ৯ ম শ্রেণির (ভোকেশনাল) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হযেছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। ।অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপ্রধানে অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার ও সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।

প্রভাষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাহমিদ ইসমাইল সরদার ও জাবীন ইসলাম সাবা, নবীন শিক্ষার্থী ফাতেমা সাইফ, মেহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. ইসমাইল হোসেন ও গীতা থেকে পাঠ করেন উৎকর্ষ ভৌমিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. শাহজাহান মুন্সী, বলাই চাঁদ দে সহ অন্য অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীঅভিভাবকরা

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়