প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
শাহতলী কামিল মাদরাসায় নবাগত তিন শিক্ষকের যোগদানে পরিচিতি সভা

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও নিয়োগকৃত নবাগত ৩ জন শিক্ষকের যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) সকাল সাড়ে ১০টায় মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, যারা এনটিআরসিএ কর্তৃক সুপারিশ পেয়েছেন, তাদের নিয়োগ ও যোগদান দ্রুত সম্পন্ন করেছি এবং এমপিওর জন্যে আবেদন করছি। এনটিআরসিএ কর্তৃক একটি বড়ো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা চাই সবসময় প্রতিষ্ঠানের শূন্য পদগুলো দ্রুত পূরণ হোক। আমরা চেষ্টা করি, দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে। আমরা দ্রুত এমপিওর জন্যে চেষ্টা করেছি। যারা নিয়োগ পেয়েছেন, তারা খুবই মেধাবী শিক্ষক। এ মাদরাসায় মেধাবীদের নিয়ে শিক্ষকদের একটা টিম তৈরি হয়েছে। আপনারা সকলে মিলে উক্ত মাদরাসার পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল উপহার দিতে হবে। মাদরাসার শিক্ষাথীদের দিকে নজর রাখবেন, কেউ যাতে ঝরে না পড়ে। অর্থের অভাবে কেউ যাতে লেখাপড়া থেকে বাদ না যায়।
|আরো খবর
পরিচিতি সভার শুরুতেই এনটিআরসিএ কর্তৃক সুপারিশ ও নিয়োগপ্রাপ্ত ৩ জন নবাগত শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ।
মাদরাসার সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারী অধ্যাপক প্রভাষক মোহাম্মদুল্লা, মো. বেলায়েত হোসেন মিজি, আরবি প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, নবাগত প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) রেশমা আক্তার, নবাগত প্রভাষক (হাদীস) তানজিনা, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মো. হাবিবুর রহমান, মাওলানা বাহাউদ্দিন, মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, নবাগত সহকারী মৌলভী মো. আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক (শরীর চর্চা) মো. শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো. শরীফুর রহমান খান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার, মাদরাসার অফিস সহকারী মো. রিয়াদ হোসেন, মো. শরীফ খানসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।উল্লেখ্য, এদিন শাহতলী জিলানী চিশতী কলেজে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ও নিয়োগকৃত প্রভাষক (বাংলা) মনোয়ারা আক্তার, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) মোছা. হাবিবা আক্তার রানী, প্রভাষক (যুক্তিবিদ্যা) সুমা রাণী পাল ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. মাহবুব আলম গাজী, সহকারী শিক্ষক (গণিত) প্রমথ সরকার, সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) মো. মনির হোসেন, সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) বিথী আক্তারকে ফুল দিয়ে বরণ করা হয়।