প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তানভীর হুদার নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা হাজারো নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
|আরো খবর
দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা এ র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে তানভীর হুদা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকারের প্রতীক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এই দল প্রতিষ্ঠা করেছিলেন দেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে। আজ সেই চেতনা আরও প্রাসঙ্গিক। আওয়ামী সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো।
তানভীর হুদা আরও জানান, চাঁদপুর-২ আসনের জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। ইনশাআল্লাহ বিএনপি গণমানুষের দলে পরিণত হয়ে আবারও রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেবে।
র্যালিতে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে তারা বিএনপির সংগ্রামী অতীত স্মরণ করে আগামী আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।