সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮

বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

হাছান খান মিসু
বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁদপুরে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সংগঠনটির চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপক উপস্থিতি ছিলো।

সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি সমগ্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের মুখে সরকারের পক্ষ থেকে ঘোষিত ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দ্রুত প্রকাশের দাবিও তোলেন।

বক্তারা বলেন, প্রজ্ঞাপন বিলম্বিত হলে শিক্ষক সমাজ আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একশ' এক সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

বক্তারা বলেন, দেশের প্রায় ছয় লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণের ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ। সরকারের প্রতি আহ্বান, শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের ফলে চাঁদপুর জেলার শিক্ষক সমাজ আরও সুসংগঠিত হলো বলে অভিমত ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়