মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০

হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতি মিলনমেলায় রূপ নেয় কুমিল্লায় রাধাষ্টমী মহোৎসব

তাপস চন্দ্র সরকার
হাজারো ভক্ত-শ্রোতার উপস্থিতি মিলনমেলায় রূপ নেয় কুমিল্লায় রাধাষ্টমী মহোৎসব

গেলো রোববার (৩১ আগস্ট ২০২৫) কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা ও নগরীর ঠাকুরপাড়াস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের যৌথ আয়োজনে পালিত হয় শ্রীমতি রাধা রাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব।

তদুপলক্ষে গেলো শনিবার কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন শেষে শ্রী শ্রী রাধা ঠাকুররাণী অধিবাস কীর্তন এবং পরদিন রোববার একইস্থানে ভোর সাড়ে ৪টা হতে যথাক্রমে মঙ্গল আরতি ও দর্শন আরতি, কীর্তন মেলা ও শ্রী শ্রী রাধা ঠাকুররাণীর মহা অভিষেক শেষে ভোগ আরতি কীর্তন এবং শ্রী শ্রী রাধা রাণীর মহিমা আলোচনা এবং দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।

ওই অনুষ্ঠানে আলোচনা করেন কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব দাস ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত-শ্রোতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়