প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২১:৩৮
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির শোক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ টিচার্স ইউনিয়নের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতি, নারীনেত্রী, এবং দেশের বিশিষ্ট প্রগতিশীল ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নুরে আলম বিপ্লব মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং প্রয়াতের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
|আরো খবর
অধ্যাপক মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৬-৬৭ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। তিনি মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া পেশাজীবী নারী সমাজ, মানিকগঞ্জ সমিতি, বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন।
নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল শিক্ষাবিদ হারালো। এতে করে দেশের প্রগতিশীল শিক্ষা অগ্রসরের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেলো। ফলে শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে ক্রমাগত সংকট আরও দেখা দিবে।
উল্লেখ্য, অধ্যাপিকা মাহফুজা খানম মঙ্গলবার সকাল ১১টায় আকস্মিকভাবে ঢাকায় প্রয়াত হন।