প্রকাশ : ০৯ মে ২০২৫, ১৭:৪০
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সভা
তোমরা স্মার্টফোন থেকে দূরে থাকবে : নারী নেত্রী রওশন আক্তার

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর দু শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় স্কুলের পক্ষ থেকে তাদের পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা হচ্ছে : আফরিন জাহান জুঁই, (পিতা : রফিক ঢালী) ও আব্দুল্লাহ খান (পিতা : ইয়াসিন খান)।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ মে ২০২৫) স্কুলের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনি চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষিকা এবং চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সহ-সভাপতি, নারী নেত্রী রওশন আক্তার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তোমাদের এই বৃত্তি পাওয়াতে তোমাদের বাবা-মা অনেক খুশি। বৃত্তি পাওয়া বড়ো কথা নয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বড়ো বিষয়। এতে তোমাদের মনের ভয় দূর হবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। অজপাড়াগাঁয়ের অনেক ছেলেমেয়ে আজ বাবা-মায়ের চেষ্টায় বড়ো অফিসার এবং ভালো অবস্থানে আছে। তোমরা একদিন পারবে যদি চেষ্টাটা করো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা স্মার্টফোন থেকে দূরে থাকবে, যেটি শিক্ষা ধ্বংসের অন্যতম কারণ। তোমাদের প্রতি সহযোগিতা আমার অবশ্যই থাকবে এবং সবাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুজন অভিভাবক বলেন, আমরা সন্তানদের জন্যে অনেক কষ্ট করি। আমাদের ছেলে ও মেয়ের এ অর্জনে আমরা অনেক খুশি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি যত্নবান হন এবং বৃত্তি পাক বা না পাক অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম। উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক নাজমা আক্তার, লিপি দেবনাথ, নাসিমা আক্তার, কাজী আজিজুল হাকিম ও মার্জিয়া আক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র মিনহাজ জমাদার ও গীতা পাঠ করেন ছাত্রী শিউলি সাহা।
সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও অ্যাপায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।