শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২

রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন

বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী বেঁচে নেই

আজ বুধবার বাদ জোহর নামাজে জানাজা

সেলিম রেজা
বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী বেঁচে নেই

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা, মুক্তিযুদ্ধকালীন বিএলএফ ফরিদগঞ্জ থানার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটোয়ারী আর বেঁচে নেই। তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আড়াইটায় রাজধানী ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী দিলরুবা চৌধুরী ও কন্যা রুনাসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা বুধবার বাদ জোহর তাঁর জন্মস্থান কোড়ালিয়া পাটোয়ারী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুমের ভাগ্নে অধ্যাপক মোর্শেদ আলম রোকনের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. সেলিম আকবর ও মরহুমের ভায়রা গোলাম মাওলা চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি আমেরিকা থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল আলম রব।

জানাজার পূর্বে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সালামে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি ও সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ছানাউল্লাহ খানসহ জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব হানিফ পাটোয়ারী দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়