শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে আমেরিকা যাচ্ছে

রেদওয়ান আহমেদ জাকির
লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী  উচ্চশিক্ষার্থে আমেরিকা যাচ্ছে
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমির শিক্ষার্থী খাদিজা আক্তার উচ্চ শিক্ষার জন্যে আমেরিকা (ইউএসএ) যাচ্ছে। আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে সে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হবে।
জানা যায়, আমেরিকায় উচ্চ শিক্ষার জন্যে আবেদন করলে খাদিজার আবেদন মঞ্জুর হয়। সে ২০১৯ সালে লিটল স্কলার্স একাডেমিতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে ২০২৪ সালে এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তার পিতা মিজানুর রহমান মুন্সী একজন ব্যবসায়ী ও মাতা জোহরা বেগম একজন গৃহিণী। ৪ ভাইয়ের মধ্যে সে একমাত্র বোন।
খাদিজা আক্তার তার এ সাফল্যে মহান আল্লাহতায়লার নিকট শোকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের শিক্ষক, পরিচালকসহ মতলব বাসীর নিকট সার্বিক সফলতার জন্যে দোয়া কামনা করেন।
লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া জানান, খাদিজা আক্তার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। খাদিজা আমাদের বিদ্যালয়ের গর্ব। তার সার্বিক সফলতা ও উন্নতি কামনা করছি।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়