বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৩

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মো. নাছির উদ্দিন
নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বিদ্যালয় পরিচালনা (অ্যাডহক) কমিটির সভাপতি, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী'র কার্যালয়ে আয়োজিত

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক সহকারী প্রধান শিক্ষক মো. আহসান উল্যাহ বাবুলের কাছে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় স্কুলের শিক্ষকমণ্ডলী , অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তাঁর দীর্ঘায়ু কামনা করে বিদায় প্রদান করা হয়। সাথে সাথে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সুন্দর ও সফল দায়িত্ব পালনের জন্যে দোয়া করা হয়।

উল্লেখ্য, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ১৯৮৮ সালে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।এরপর মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাশেষে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ২০১২ সালে যোগদান করেন। নানা প্রতিকূলতার মাঝে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে অবসরগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়