প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
রাজারগাঁও মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন ও নতুন সবক অনুষ্ঠান

বৃহস্পতিবার
|আরো খবর
(১১ সেপ্টেম্বর ২০২৫) হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হল রুমে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের সবক প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, হামদ, নাত, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. আবুল কালামের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য মো. নূরে আলম খান, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর আহমেদ ও আরবি প্রভাষক হাফেজ মাওলানা মো. আ. রহিম।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।