প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১
শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা

শ্রীমঙ্গলের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গলের একটি পার্টি সেন্টারে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল।
|আরো খবর
এতে সনাক ও সনাকের তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং সেবাখাতে শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সনাক সহ-সভাপতি কাজী আছমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য জিডিসন প্রধান সুছিয়াং। বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
মুক্ত আলোচনায় অংশ নেন সনাকের বর্তমান সহ-সভাপতি এস. এ. হামিদ, সদস্য গীতা গোস্বামী ও নিতেশ সূত্রধর, এসিজি সদস্য রিতা রানী গোয়ালা, সবুজ মিয়া, মিঠুন ভট্টাচার্য্য, তাহমিনা আক্তার রুমি, রায়হান আহমদ, মানিক মৃধা এবং ইয়েস সদস্য সুমি আক্তার সাথী, প্রবির সিং, ইমন গোস্বামী প্রমুখ। কর্মসূচির শেষ পর্যায়ে সনাকের সাবেক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। এরপর সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
তারা দুর্নীতিবিরোধী আন্দোলনের কার্যকারিতা বৃদ্ধির জন্য নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।