প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯
আগামীর বাংলাদেশে বৈষম্যহীন সমাজ চাই
--------- অ্যাড. সেলিম আকবর

বাংলাদেশ গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের সুস্থতায় চাঁদপুরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. সাইফুদ্দীন খন্দকার। বুধবার ( ১০ সেপ্টেম্বর ২০২৫ ) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের একমাত্র বিবেক ড. কামাল হোসেন। বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই বিভিন্ন রাজনৈতিক দল ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে। ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নিপীড়নসহ বিদেশে টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠিত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের পর ৫ আগস্ট সে সরকারের পতন হয়েছে । আমরা আগামীতে বাংলাদেশে সুন্দর সমাজ চাই। এ দেশে বৈষম্যহীন সমাজ চাই। আমরা ভালো একটি রাজনৈতিক পরিবেশ চাই। যেখানে কোনো অন্যায় থাকবে না, দুর্নীতিও থাকবে না। জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, সদর উপজেলার সভাপতি মির্জা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী, জেলা যুব গণফোরামের সভাপতি আলমগীর খান, সাধারণ সম্পাদক মমিনুর মিন্টু সরকার, ফরিদগঞ্জের সভাপতি মামুন গাজী, শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিয়াজী, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, হাইমচরের সভাপতি সাজাহান, জেলা ছাত্র গণফোরামের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।