বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৫

বাকিলাতে নিচে সওজের জমি ওপরে চাল

অনলাইন ডেস্ক
বাকিলাতে নিচে সওজের জমি ওপরে চাল

সড়ক ও জনপথ (সওজ)-এর জায়গা দখলে থাকলেও তারা জেনেও জানে না। অনেক সময় সংশ্লিষ্ট লোকজন থাকে কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। সে ঘুম ভাঙ্গে কয়েক বছর পর পর। তারপরেই উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হবার পরে মাস না যেতেই যে লাউ সে কদু। সেই দখলের সূত্রে আবার দখল শুরু হয়, যা ছড়িয়ে যায় রাজপথ পর্যন্ত। চাঁদপুর সড়ক বিভাগের আওতাধীন হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারে নতুন যাত্রী ছাউনির পেছনে নিমাই মার্কেটের সামনে প্রায় ত্রিশ ফুট এভাবেই চাল টানানো হয়েছে নিচে গ্যারেজের কাজ করার জন্যে। হয়তো ক'দিন পর চালের নিচে বেড়া দিয়ে তৈরি করা হবে দোকান। নিমাই মার্কেট আর যাত্রী ছাউনির ছাদ ধরে তৈরি করা এই টিনের চাল দেখে অন্যরা বাকি অংশ দখলের উৎসবে মেতে উঠবে। কথিত আছে, নিমাই মার্কেটের সামনে সওজের সীমানা পিলার রাতের আঁধারে সরিয়ে ছাদ ঢালাই দেয়া হয়েছিলো। ছবিটি বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে তোলা।ছবি : ভ্রাম্যমাণ প্রতিনিধি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়