সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১

চাঁদপুর পৌর ও সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

৬ পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুর পৌর ও সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
চাঁদপুর পৌর ও সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ৬ পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ শেষে বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন। ছবি - ইয়াসিন ইকরাম।

আগামী ১৩ সেপ্টেম্বর চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মিলনায়তনে চাঁদপুর পৌর ও সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর ও পৌর নির্বাচনে ৬ পদের বিপরীতে ২২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনের কাছে এবং ২২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন নির্বাচন কমিশন।

রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫ ) ছিলো মনোনয়নপত্র জমার শেষ দিন। বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীর ও তাদের সমর্থন এবং প্রস্তাবকারীরা নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

একইদিন বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই ও বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন। নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. শিরিন আক্তার সুপ্তা ও অ্যাড. কাজী মোঃ খায়রুল হাসান (ঝুমন) দায়িত্বে রয়েছেন।

চাঁদপুর পৌর বিএনপির ৬টি পদে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ১২জন মনোনয়নপত্র জমা দেন।

পৌর বিএনপির সভাপতি পদে আক্তার হোসেন মাঝি ছাড়া আর কেউ জমা দেননি। সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল কাদির বেপারী, আহসান উল্লাহ সেন্টু ও আসলাম তালুকদার, সাধারণ সম্পাদক পদে অ্যাড. হারুনুর রশিদ, আফজাল হোসেন ও মজিবুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক পদে ঈমান আলী মিয়াজী ও শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক পদে শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ ও মহসীন মজুমদার লিটন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির নির্বাচনে ৬টি পদে মোট ১৪জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ১০জন মনোনয়নপত্র জমা দেন।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদে শাহজালাল মিশন ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল ও আলমগীর আলম জুয়েল, সাধারণ সম্পাদক পদে হযরত আলী ঢালী, অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও আক্তার হোসেন সাগর, যুগ্ম সম্পাদক পদে বরকত উল্লাহ খান ও মোঃ আলী খান, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. জসিম মেহেদী ও অ্যাড. তোফাজ্জল হোসেন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, একইদিন বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি প্রদান ও শুনানি, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, বিকেল ৩টায় প্রতীক বরাদ্দ ও ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনী প্রচারণার শেষ সময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়