প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪
শুক্রবার আল মামুনের ২০তম মৃত্যুবার্ষিকী

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) আবু আল মামুনের ২০তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি পিরোজপুর জেলা শহরের বাসিন্দা হলেও তাঁকে চাঁদপুর শহরের তালতলাস্থ পৌর গোরস্তানে দাফন করা হয়।
|আরো খবর
উল্লেখ্য, আবু আল মামুন হচ্ছেন অধ্যক্ষ প্রফেসর বিলকিস আজিজের ছোট ভাই, চাঁদপুর কণ্ঠ সম্পাদক অ্যাড. ইকবাল-বিন-বাশারের সেজো শ্যালক, প্রধান সম্পাদক কাজী শাহাদাতের স্ত্রী, রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর অধ্যক্ষ মাহমুদা খানমের সেজো ভাই। এঁরা সকলে আবু আল মামুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের নিকট মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।