বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

রাজরাজেশ্বরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

স্টাপ রিপোর্টার।।
রাজরাজেশ্বরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
রাজরাজেশ্বরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর।

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বলাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর।

এ সময় তিনি বলেন, বিএনপিকে ভালোবেসে শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না, বরং আপনারা যদি বিএনপির সদস্য হন ও সদস্য পদ নবায়ন করেন, তাহলে তারেক রহমানসহ বিএনপির সকলে আপনাদের নাম জানবে এবং আপনাদের পরিচিতি পাবে। বর্তমানে একটি গোষ্ঠী তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্যে উঠেপড়ে লেগেছে। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে সদস্য বানাচ্ছে, তারা ইসলামের লেবাস ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি ও সমন্বয়কারী অ্যাড. কুহিনূর রশিদ, দপ্তর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ।

রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম চোকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. হান্নান মিজি, যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্দুকশি, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল ঢালী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজিসহ ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়