প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০০
চাঁদপুরে সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডে সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও পয়ঃনিষ্কাশনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
|আরো খবর
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে জিটি রোড দক্ষিণের সরকার বাড়ি এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেয়া চাঁদপুর আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ হোসাইন জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। এতে স্কুলে যাওয়া-আসায় ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়, এমনকি নোংরা পানিতে হাঁটার কারণে পায়ে ফোসকা উঠে। তাই দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি তাদের।
স্থানীয় বাসিন্দা সোহাগী আক্তার বলেন, এটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। বৃষ্টির পর পানি জমে থাকায় মাসের পর মাস চলাচল করা যায় না। অনেক সময় সাঁকো ব্যবহার করে আমাদের বাড়িতে আসা-যাওয়া করতে হয়।
মানববন্ধনে উপস্থিত অ্যাড. ফয়সাল হোসাইন, অ্যাড. মো. নুরুল হক কমল, অ্যাড. খোরশেদ আলম শাওন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মো. আব্দুস সামাদ জানান, এ এলাকায় পাঁচ শতাধিক পরিবারের দশ হাজার মানুষ বসবাস করে। অথচ সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তারা আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, দায়রা জজ আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এ ওয়ার্ডে অবস্থিত। তবুও এ সড়কটি আজও সংস্কার হয়নি। শিক্ষার্থীরা স্কুলে যেতে দুর্ভোগ পোহাচ্ছে। তাই দ্রুত সংস্কার ও ড্রেনেজ নির্মাণ কাজ শুরু করার জন্যে আমরা পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
চাঁদপুর আইডিয়াল স্কুলসহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।