প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০
শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে ....... মুহাম্মদ হেলাল চৌধুরী

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
|আরো খবর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রতিষ্ঠানভিত্তিক মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
সম্প্রতি মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের কুফল নিয়ে প্রচার-প্রচারণা বাড়ানো এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে গঠিত মাদকবিরোধী কমিটির কার্যক্রম দৃশ্যমান করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।