প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬
রুবি ও স্ক্যান সিমেন্টের স্মার্ট নির্মাণ কর্মশালা
চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে সফল কর্মশালা অনুষ্ঠিত

জার্মানির বিশ্ববিখ্যাত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস কোম্পানির বাংলাদেশে পরিচিত ব্র্যান্ড রুবি ও স্ক্যান সিমেন্ট-এর উদ্যোগে চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হলো স্মার্ট নির্মাণ কর্মশালা।
|আরো খবর
শনিবার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে
এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবি ও স্ক্যান সিমেন্টের চাঁদপুর জেলার এরিয়া ম্যানেজার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার খোরশেদুল আলম, ইঞ্জিনিয়ার শাহরিয়ার কবির এবং এক্সিকিউটিভ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম শান্ত।
স্ক্যান সিমেন্ট চাঁদপুরের ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রুবি ও স্ক্যান সিমেন্টের চাঁদপুর জেলা ডিস্ট্রিবিউটর মেসার্স জাকির এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জাকির হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু নাসের এবং গজল পরিবেশন করেন মাইদুল ইসলাম রাজু।
কর্মশালায় চাঁদপুরের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকদের রুবি ও স্ক্যান সিমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সিমেন্টের গুণগত মান, ব্যবহার ও যাচাই-বাছাই পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া রাজমিস্ত্রি ও শ্রমিকদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে লটারির মাধ্যমে কয়েকজনকে পুরস্কার প্রদান করা হয় এবং উপস্থিত সকলের জন্যে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে কর্মশালাটি সমাপ্ত হয়।
ডিসিকে/এমজেডএইচ