প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৩
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ ও এমএসবি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এবং এমএসবি ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ আজ ২৯ নভেম্বর ২০২৫ ইং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, অনুষ্ঠানটি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ জোরদার করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
প্রধান আলোচক জেলা শিক্ষা অফিসার বক্তৃতায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন এবং শিক্ষার্থীর মনোযোগ বৃদ্ধির উপায় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ আলোচক সহযোগী অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

ছবি: শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার দৃশ্য
কর্মশালায় কোরআন তেলওয়াত সম্পন্ন হয় এবং উপাধ্যক্ষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ পুনরায় উল্লেখ করেন, শিক্ষাজগতের মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত উৎকর্ষ নিশ্চিত করার জন্য এই ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম।
কর্মশালায় হাজীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি শিক্ষাজগতের পেশাদারিত্ব এবং ধারাবাহিক শিক্ষাগত উন্নয়নের প্রতিফলন হিসেবে গুরুত্ববহন করে।
ডিসিকে/এমজেডএইচ








