প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৯:১৮
বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে উচ্ছেদ অভিযান
ভেঙ্গে দেয়া হলো অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে সড়ক সংলগ্ন (মতলব-চাঁদপুর পেন্নাই সড়ক) সরকারি খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
|আরো খবর
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছিলো। নিয়মিত নোটিস দেওয়ার পরও এসব স্থাপনা অপসারণ না করায় অবশেষে অভিযান চালানো হয়। উচ্ছেদকৃত স্থানে ভবিষ্যতে পুনরায় কোনো স্থাপনা গড়তে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সেনাবাহিনী, পুলিশ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দু দশকেরও বেশি সময় ধরে মুন্সিরহাট বাজারের সড়কের পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার এলাকা ও বরদিয়া এলাকা জুড়ে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা পরিষদের জায়গায় গড়ে উঠে। এ দোকান ঘরগুলো প্রভাবশালী মহল নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলো।
জেলার মাসিক সভায় এ বিষয়টি আলোচনায় আসলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন অবৈধভাবে গড়ে ওঠা মুন্সিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিষয়টি নোটিসের মাধ্যমে এক সপ্তাহের সময় বেঁধে দিয়ে ব্যবসায়ীদের অবগত ও দোকানপাট সরিয়ে নেয়ার জন্যে নির্দেশনা দেয়া হয়। আর এক সপ্তাহের শেষ দিন ছিলো সোমবার (২৫ আগস্ট ২০২৫)। কিন্তু এ সময়ে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিলেও দোকানপাট সরিয়ে নেননি। তাই জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
একাধিক ব্যবসায়ী বলেন, আ. হাকিমের বাজারে তিনটি দোকান ছিলো। "দোকান সরিয়ে নিতে হবে না, ওনি ম্যানেজ করবেন" এমন কথা বলে তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন।সোমবার (২৫ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা ওই দোকানঘরগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মুন্সিরহাট বাজারে সড়কের পশ্চিম পাশ খালের ওপর জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। বিভিন্ন সময় এ স্থাপনা সরিয়ে নেয়ার জন্যে নোটিস করা হলেও সেগুলো সরিয়ে নেয়নি। জেলা প্রশাসক মহোদয়ের মাসিক সভায় সিদ্ধান্ত ও নোটিস মোতাবেক আজ ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুঁড়িয়ে দিয়ে ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।