মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০:৩৬

বালিথুবায় গণসংযোগ, কবর জিয়ারত ও পথসভা

দলের নির্দেশে ফরিদগঞ্জের আনাচে-কানাচে ঘুরে বেড়াই …… লায়ন মো. হারুনুর রশিদ

এমরান হোসেন লিটন।।
দলের নির্দেশে ফরিদগঞ্জের আনাচে-কানাচে ঘুরে বেড়াই  …… লায়ন মো. হারুনুর রশিদ
১ ও ২নং বালিথুবা ইউনিয়নে জনসংযোগকালে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ কবর জিয়ারত করছেন।

মাঝেমধ্যেই এলাকায় এসে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়, তাদের সুখ-দুঃখের কথা শোনা, তাদের সঙ্গে ভাব বিনিময়, দলের নীতি-নির্ধারকদের কথা তৃণমূলের কাছে পৌঁছে দেওয়া—এগুলো বিএনপির একটি রুটিনওয়ার্ক। আমি আজ নতুন নই, আমি সবসময়ই দলের নির্দেশে ফরিদগঞ্জের আনাচেকানাচে ঘুরে বেড়াই। মাঝেমধ্যেই আমি বিভিন্ন ইউনিয়নে চলে আসি। আমি অনেক সময় বিভিন্ন ইউনিয়নে গিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সময় কাটিয়ে গণসংযোগ করে আবার ঢাকায় চলে যাই। নিজের একটি বাড়ি থাকা সত্ত্বেও বাড়িতে যাই না। ফরিদগঞ্জের আপামর জনসাধারণই আমার সবকিছু। আর এসব যা করছি, সবই আমাদের দলের রুটিনওয়ার্ক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশক্রমেই এলাকায় এসে এসব করছি।

এসব কথা বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। দেশের একটি অংশ গত প্রায় ১৭-১৮ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেনি। আগামীতে আমাদের বিশ্বাস, এ যাবৎকালের সবচেয়ে ভালো একটি নির্বাচন হবে। আর সেই নির্বাচনে আমাদের দল বিএনপির প্রতি মানুষের পূর্ণ সমর্থন পেতে প্রতিনিয়ত গণসংযোগ করে যাচ্ছি। বিএনপির যে ৩১ দফা দিয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, তার কর্মপরিকল্পনা কী—এসব মানুষের মধ্যে জানিয়ে দেওয়ার জন্যেই তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নমিনেশনের বিষয়ে আসলে আল্লাহ ভালো জানেন। বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নীতি-নির্ধারকরা যদি মনে করেন আমি নমিনেশন পাওয়ার যোগ্য, তাহলে আমাকে নমিনেশন দেবেন। এ সময় তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যে সকলের কাছে দোয়া চান।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার ১ ও ২নং বালিথুবা ইউনিয়নে তিনি গণসংযোগ, বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত এবং পথসভা ও ইসলামপুরের শাহ সুফি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাসির পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এম. এম. টুটুল পাটোয়ারী, পেয়ার আহমেদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী, সদস্য ফজলুর রহমান, শাহ মোহাম্মদ ইকবাল লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম রাঢী, যুগ্ম সম্পাদক নয়ন চৌধুরী, ৮নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন চেয়ারম্যান, বিএনপি নেতা হারুন পাঠান, আব্দুল জলিল, ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা মনির মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কারী, সহ-সভাপতি আব্দুল হান্নান, ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের নেতা মনির হোসেন, হোসেন আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

উল্লেখ্য, এদিন লায়ন মো. হারুনুর রশিদ গণসংযোগের অংশ হিসেবে ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা, সাবেক তিনবারের এমপি মরহুম আলমগীর হায়দার খানের কবর জিয়ারত, ইসলামপুর শাহ সুফি সাহেবের মাজার জিয়ারত, দেইছরের আবুল খায়ের ভেন্ডারের কবর জিয়ারত, খাঁড়খাদিয়া গ্রামের ইদ্রিছ তপদার সাহেবের কবর জিয়ারত, সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কবর জিয়ারতসহ ১ ও ২নং বালিথুবা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়