প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০২
হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠু বহিষ্কার

হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে । শনিবার (২৩ আগস্ট ২০২৫) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি ও সদস্য সচিব সামছুল আরেফিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিঠুকে বহিস্কার করা হয়। মো. সাইফুল ইসলাম মিঠু দীর্ঘদিন হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য চাঁদপুর কণ্ঠকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
মো. সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)-এর বহিষ্কারের আদেশের প্রেস বিজ্ঞপ্তিটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। মো. সাইফুল ইসলাম মিঠু জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারী বলে জানা যায়।