মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২১:২৮

মতলব দক্ষিণে চিকিৎসা সেবার মানোন্নয়নে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

রেদওয়ান আহমেদ জাকির।
মতলব দক্ষিণে চিকিৎসা সেবার মানোন্নয়নে  সাংবাদিকদের সাথে  স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য, জরুরি বিভাগে রীতিমতো ডাক্তার না পাওয়া, হাসপাতাল চত্বরে প্রাইভেট অ্যাম্বুল্যান্স না রাখা, নির্ধারিত সময়ে চিকিৎসকদের অফিসে আসা এবং ভর্তিকৃত রোগীদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনসহ নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকগণ বলেন, উল্লেখিত সমস্যাগুলো সাংবাদিকদের নয়, এ সমস্যাগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। এ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক যেনো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন সে ব্যাপারে পরামর্শ দেন সাংবাদিকগণ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান হাসপাতালের নানা সমস্যার বিষয়ে সাংবাদিকদের যৌক্তিক এবং বাস্তব সমস্যাগুলো উপস্থাপন করায় ধন্যবাদ জানান।

তিনি বলেন, হাসপাতালে জনবলের ব্যাপক সঙ্কট রয়েছে। এ হাসপাতালে বরাদ্দকৃত ২৯ জন ডাক্তারের মধ্যে কর্মরত মাত্র ৯ জন। এছাড়া নার্স, আয়া, ঝাড়ুদার, নাইট গার্ডসহ বহু পদে জনবল সংকট রয়েছে। জনবল চেয়ে সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার পত্র প্রেরণ করা হয়েছে। তবে বর্তমানে যে ক'জন চিকিৎসক কর্মরত আছেন তাদের দিয়েই রোগীদের সেবা প্রদান করা হবে। চিকিৎসা সেবা নিতে এসে যেনো কেউ ভোগান্তির শিকার না হয় সেদিকে নিয়মিত মনিটরিং করা হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক। সাংবাদিকদের মধ্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মতলব প্রেসক্লাবের আহ্বায়ক মো. আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, সদস্য মাহফুজ মল্লিক, জাহাঙ্গীর আলম, মোশাররফ তালুকদার, শরীফ উল্লাহ টিটু, সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সফিকুল ইসলাম রিংকু ও সাংবাদিক ইদ্রিস খান। এ সময় উপস্থিত ছিলেন সদস্য নিমাই ঘোষ, লোকমান হোসেন হাবীব, আশ্রাফুল জাহান শাওলিন ও দীপু সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়