মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৮

চাঁদপুর সরকারি কলেজে রসায়ন বিভাগের কোর্স সমাপনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজে রসায়ন বিভাগের কোর্স সমাপনী অনুষ্ঠান

চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান ব্যাচের কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের জীবনের আগামী ধাপের জন্যে শুভ কামনা জানিয়ে বলেন, “সফল শিক্ষাজীবনের জন্যে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আগামীতে নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের শিক্ষা জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। গান, আবৃত্তি ও নাচের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।

রসায়ন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি ভবিষ্যৎ জীবনে সততা, দায়িত্ববোধ ও মেধার বিকাশে কাজ করার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে এক উজ্জ্বল ও স্মরণীয় মুহূর্ত তৈরি হয়, যা শিক্ষার্থীদের মনে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়