মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৮:৫৭

ডিসি অফিস ও আদালতপাড়ায় জলাবদ্ধতা দেখার কি কেউ নেই?

মো. মিজানুর রহমান
ডিসি অফিস ও আদালতপাড়ায় জলাবদ্ধতা দেখার কি কেউ নেই?

সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অফিসের পেছনের একাংশসহ আদালত প্রাঙ্গণ। গত ক'দিনের বৃষ্টিতে ডিসি অফিস ও আদালত ভবনের নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা যেনো এখানে স্থায়ী রূপ নিয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হয় আইনজীবী, ডিসি অফিস ও আদালত ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী সহ বিচারপ্রার্থীদের। সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের আদালত অংশে এবার বর্ষার বৃষ্টির পানি জমে আছে।সেখানে দু-তিন সারির বালুর বস্তা ফেলে একটু উঁচু করে সরু সাঁকোর আদলে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এমন পরিস্থিতিতে পানি জমে থাকলেও যেন দেখার কেউ নেই। আইনজীবী সমিতির এক সদস্যের সাথে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে অবগত করি। তাঁরা জেলা প্রশাসককে অবগত করেন। এখন পযর্ন্ত আমরা কোনো কার্যকর উদ্যোগ দেখিনি। আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু আমরা নই, যারা বিচারপ্রার্থী তারাও দুর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি ও প্রতিবেদন : মো. মিজানুর রহমান

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়