প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৯
ঢাকা-শ্রীনগর-দোহার সড়কে জলাবদ্ধতা: দুর্ঘটনার আশঙ্কা

মুন্সীগঞ্জ জেলার ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের কিছু অংশে জলাবদ্ধতার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সড়কের দুপাশে ঢালু স্থান ও বিভিন্ন স্থানে ঢালাই ও বালি ফেলার কারণে গর্ত তৈরি হয়েছে। এছাড়াও ড্রেনের অভাবে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়।
|আরো খবর
এই সড়ক দিয়ে চলাচলরত গাড়ি চালক, যাত্রী ও পথচারীরা নিয়মিত চরম দুর্ভোগের মুখোমুখি হন। ৯ অক্টোবর দুপুর বারোটায় জাহানাবাদ এলাকায় জলাবদ্ধ স্থান পার করার সময় একটি মাইক্রোবাস চালক নিরাপত্তার জন্য ফুটপাত ব্যবহার করতে বাধ্য হন।
ফুটপাত দিয়ে চলাচলরত পথচারীদের ধাক্কা লাগার ঘটনায় স্থানীয়রা তাকে আটক করলে চালক জানান, এটি জলাবদ্ধতার কারণে অনিচ্ছাকৃত দুর্ঘটনা।
স্থানীয়রা মনে করছেন, যাত্রীবাহী যানবাহনের যাত্রীরাও এই পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারতেন।
সড়ক ও জনপদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়রা এই সমস্যার স্থায়ী সমাধান ও জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।