শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২০:৩৮

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

যুবদলের নেতা-কর্মীরা তারেক রহমানের নিদের্শনা মোতাবেক মাঠে রয়েছে

............লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
যুবদলের নেতা-কর্মীরা তারেক রহমানের নিদের্শনা মোতাবেক মাঠে রয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলা সদরস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আল-মদিনা হাসপাতালের সামনে থেকে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএন্ডটি চত্বরে এসে শেষ হয়।

এর আগে চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

তিনি বলেন, যুবদল হলো জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাণ। আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ গড়তে দ্রুত ভূমিকা রাখবেন। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির পর যুবদলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হওয়ার কারণে যুবদলের নেতা-কর্মীরা সর্বদা সুশৃঙ্খল। আওয়ামী দুঃশাসনের সময়ে যুবদলের লক্ষ লক্ষ নেতা-কর্মী জেল জুলুম ভোগ করেও কখনো আদর্শচ্যুত হননি। এর ফলে স্বৈরাচারকে বিতাড়িত করতে ছাত্রদের সাথে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে পেরেছিলো। সারাদেশের ন্যায় আমার ফরিদগঞ্জের নেতা-কর্মীরা ভালো ও সুসংগঠিত। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মসূচিতে এই ব্যাপক অংশগ্রহণ আমাকে আশান্বিত করেছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত স্বৈরাচার যেমন দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে, তেমনি আরো কয়েকটি গোষ্ঠীও চাচ্ছে নিজেদের আখের গোছাতে নানা টালবাহানায় নির্বাচনকে পিছিয়ে দিতে। কিন্তু যুবদলের নেতা-কর্মীরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মাঠে রয়েছে সকল অপশক্তিকে মোকাবেলা করতে। আাগামী নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হতে হবে এবং একই সাথে সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে, এর বাইরে কোনো কথা নেই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি, মোখলেছুর রহমান ভুট্টো, এম এম টুটুল পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, ইয়াসিন আখন সুজন প্রমুখ। এছাড়া প্রতিটি ইউনিয়নের বিএনপি, যুবদল নেতৃবৃন্দ মিছিল সহকারে এই র‌্যালিতে যোগ দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়