প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২২:২৬
নাঙ্গলকোটে কবি এস এম আবুল বাশারের ২য় মৃত্যুবার্ষিকী পালন
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) কুমিল্লার নাঙ্গলকোটের কালেমের গ্রামের বাড়িতে কবি এস এম আবুল বাশারের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। লেখকদের সংগঠন নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশন ও কবি'র তৃতীয় ছেলে মো. নাছির উদ্দীনের আয়োজনে প্রথমে কালেম জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল, কবি'র কবর জেয়ারত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল আহমদ। উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক মো. তাজুল ইসলাম, কবি ও সাহিত্যিক ফারুক শাহরিয়ার, কবি ও শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, কবি ও শিক্ষক তোহা হাছান ভূইয়া স্বাধীন, মো. শাখাওয়াত হোসেন, কবি অশ্রু শাহ আলম, বাপ্পি মজুমদার ইউনুস, এ আর মুন্না, কবি আজিম উল্যাহ হানিফ প্রমুখ।
|আরো খবর
কবি এস এম আবুল বাশারের জন্ম ৭ মার্চ ১৯৩৫, মৃত্যু ২ নভেম্বর ২০২৩ । প্রকাশিত গ্রন্থ ২ টি--সাফল্যের সিঁড়ি ( উপন্যাস) ২০০২ সালে, কবিতায় বিশ্ব দেখি (কাব্যগ্রন্থ) ২০১৮ সালে।







