প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২২:২৮
চাঁদপুর শহর জামায়াতের গণসংযোগ দায়িত্বশীল কর্মশালা
জামায়াতে সরকার গঠন করলে সমাজের পিছিয়ে পড়া অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকবো
--------------এমপি পদপ্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে দাঁড়িপাল্লায় ভোট দিন গণসংযোগ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) চাঁদপুর শহরের এক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজের পিছিয়ে পড়া অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকবো। আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবো, আমাদের সাক্ষাৎ পাবার জন্যে টিকিট কেটে অনুমতি নিয়ে দেখা করতে আসতে হবে না। আমরা মহান আল্লাহ পাকের দ্বীন জমিনে কায়েম করতে আল্লাহর দেওয়া বিধান অনুসারে ইনসাফভিত্তিক সমাজ গঠনে নিজেরাই সব সময় জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ! আমরা মহান আল্লাহ পাকের বিধান অনুসারে নিজেরা চলার চেষ্টা করি এবং জান্নাতের পথ দেখায়।
শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজের পরিচালনায় প্রশিক্ষণ দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ হারুন আর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এসএএম মিজানুর রহমান। জামায়াত নেতা মো. ফারুক হোসেন, মাওলানা আবু আহমেদ, গোলাম মাওলা, আবু হানিফ, ১১ নম্বর ওয়ার্ড আমির মো. ওমর ফারুক সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








