প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪১
মনের কথা
মহসিন আলম মুহিন

মহসিন আলম মুহিন মনের কথা
মনের কথা বলতে তোমায় ভাবি নিশিদিন, কোথায় তুমি মনের মিতা কোথায় অন্তরীণ।
তোমায় খুঁজি চাঁদনী রাতে-খুঁজি তারার মাঝে, তোমারই বিরহে পুড়ি সকাল, দুপুর, সাঁঝে।
দাও না দেখা যেথায় থাকো-থাকো যতদূরে, এক ঝলক দেখবো তোমায়-এসো নয়ন ভরে।
মনজুড়ে শুধু তুমি, তুমি হিয়ার মাঝে, আছো তুমি পরাণ প্রিয়, আছো সকল কাজে।








