শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৪২

প্রতিচ্ছবি

নীলপত্র পাটোয়ারী
প্রতিচ্ছবি

নীলপত্র পাটোয়ারী প্রতিচ্ছবি

অপলক তাকিয়ে আছি এক আশ্চর্য শব্দের দিকে,

এক অমূল্য প্রতীকের দিকেÑ

যে শব্দ কাব্যের গভীরতা গড়ে, দেয় অর্থের দীপ্তি।

তাকে ঘিরে ছড়িয়েছি ছন্দ,

রচেছি কবিতা,

তাকে নিয়ে গড়েছি সাহিত্য সাধনার মন্দির।

রূপকের মতো প্রেমে পড়েছি তার।

সে এক মার্জিত, জটিল শব্দ

উপন্যাস, নাটক, কবিতাÑযাবতীয় সৃষ্টির শেষরেখা,

তাকে বুঝতে হলে অর্জন করতে হয় জ্ঞান, পাণ্ডিত্য।

তাকে ধরতে হয় প্রজাপতির মতো ভালোবেসে, দিতে হয় ধৈর্যের পরীক্ষা।

মন খুলে দিতে হয় আকাঙ্ক্ষা,

গভীর মনোযোগ, নিঃশব্দ অনুভব,

আর একান্ত আকর্ষণ।

তাকে ধারণ করতে হয় হৃদয়ের গভীরে,

তাকে অনুভব করে পার করতে হয় অনন্ত সময়,

কারণ “ইতি” কেবল শেষ নয়,

এক অনন্ত সূচনার প্রতিচ্ছবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়