বুধবার, ০২ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২১:৪০

বাবুরহাটে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
বাবুরহাটে মেয়াদোত্তীর্ণ পণ্য  এবং অস্বাস্থ্যকর  মিষ্টি বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক অভিযান এবং

ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় কয়েকটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩৫ মিনিটে চাঁদপুর আর্মি ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর-এর সমন্বয়ে মুদি দোকান এবং অবৈধ কারখানার ওপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় কয়েকটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়