মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৫:৩০

ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের অনুদান প্রদান

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের অনুদান প্রদান

ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যরালাইসিস,থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহযোগিতা বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী পরিচালক বিল্লাল হোসেন মজুমদার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন, চাঁদপুর শিশু কল্যাণ পরিবারের সহকারী পরিচালক রুহুল আমিন বাসার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

আলোচনা শেষে ২৬ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর এই অনুদান প্রদান করেই তাদের দায়িত্ব শেষ করে না। এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। তবে যারা এই রোগগুলোতে আক্রান্ত হয়েছেন তাদেরও উচিত তার স্বজন বা প্রতিবেশীরা যাতে এইসব রোগে আক্রান্ত না হন এ জন্যে তাদের সচেতন করে তোলা। এছাড়া আমাদের রোগমুক্ত থাকতে হলে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। যেসব খাবার আমাদের জন্যে ক্ষতিকর সেগুলো এড়িয়ে চলতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়